হার্টবিট ডেস্ক
চট্টগ্রামে আলাদা বার্ন হাসপাতাল নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে সচেতন তরুণ প্রজন্ম নামে একটি সামাজিক সংগঠন।
শুক্রবার (১০ জুন) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্ত্বরে এ মানববন্ধন ও সংহতি সমাবেশে অনুষ্ঠিত হয়।
সচেতন তরুণ প্রজন্মের প্রধান সমন্বয়কারী ম. মাহমদুর রহমান শাওনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ও নাগরিক আন্দোলন নেতা বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান।
এ সময় বক্তারা বলেন, চট্টগ্রামে একটি বার্ন হাসপাতাল নির্মাণের কাজ গত দেড় দশকে বাস্তবায়ন সম্ভব হয়নি। জায়গার অভাব, অর্থ সংকটসহ নানা অজুহাতে এ হাসপাতাল নির্মাণ সম্ভব হচ্ছে না। বর্তমানে বাণিজ্যিক রাজধানীতে অসংখ্য ছোট বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। এছাড়া জনসংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়ছে। পাশাপাশি অগ্নিদুর্ঘটনা সাম্প্রতিক সময়ে তুলনামূলকভাবে অনেক গুণ বেড়েছে। অগ্নিকাণ্ডে দগ্ধ রোগীর চিকিৎসা প্রদানে বেগ পেতে হচ্ছে হাসপাতালে। প্রায়ই আশঙ্কাজনক রোগী ঢাকায় নেওয়ার পথে মারা যায়। এমন অবস্থায় চট্টগ্রাম এবং আশপাশের জেলার সাধারণ মানুষ ও শিল্প সংশ্লিষ্ট কর্মজীবীদের অগ্নিকাণ্ডে চিকিৎসার জন্য অবিলম্বে সব জটিলতা নিরসন করে বিশেষায়িত পূর্ণাঙ্গ বার্ন হাসপাতাল নির্মাণের দাবি জানাচ্ছি।
শামশুজ্জোহা আজাদ পলাশের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন সচেতন তরুণ প্রজন্মের যুগ্ম সমন্বয়কারী জাহিদ তানছির। এ সময় আরও বক্তব্য দেন নারীনেত্রী জেসমিন সুলতানা পারু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রেজাউল করিম, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, চকরিয়া সমিতির সাধারণ সম্পাদক মো. হামিদ হোসেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ইফতেখার উদ্দিন জাবেদ, সংগঠক শাহ জামান, কাজী আরশাদুল আলম জীবন, সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, সংগঠক শাওন রায়, মেঘলার সহ সভাপতি এসএম মিরাজ, মানবাধিকার কর্মী আহসান হাবীব, সংগঠক নাজিম উদ্দীন চৌধুরী এ্যানেল, কানিজ ফাতেমা, সেইফ দ্য ফিউচার ফাউন্ডেশন চট্টগ্রামের সভাপতি মোহাম্মদ আশরাফ উল্লাহ, আলো দেখাবোইর নির্বাহী পরিচালক এমএইচ স্বপন, হেলথ বিডির সিইও খন্দকার মোহাম্মদ হালিম, পপুলার জনকল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এমএ জলিল, মুক্তিযোদ্ধার তানভীরুল হক, শিখরের সদস্য রেজাউল করিম, জসিম উদ্দীন হায়দার, ফারুক হোসেন, সাংবাদিক জেসমিন জুই, ময়ূরাক্ষীর ইলিয়াস সুমন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ইঞ্জিনিয়ার শাহীন চৌধুরী প্রমুখ।
Discussion about this post