হার্টবিট ডেস্ক
দেশব্যাপি চারদিন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করতে বিভিন্ন জেলায় ৫২ কর্মকর্তা মনোনয়ন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।
বৃহস্পতিবার (৯ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মু. জসীম উদ্দির খান স্বাক্ষরিত সর্বশেষ হাল-নাগাদের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ১৫ জুন ২০২২ হতে ১৯ জুন ২০২২ তারিখ পর্যন্ত চারদিন (শুক্রবার ব্যতিত) দেশব্যাপি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২২ উদযাপন করা হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর সুপারভিশন কার্যক্রম Android Mobile Apps এর মাধ্যমে পরিচালিত হবে। এ লক্ষ্যে স্বাস্থ্য সেবা বিভাগের নিম্নবর্ণিত কর্মকর্তাবৃন্দকে তাঁদের নামের পার্শ্বে বর্ণিত জেলাসমূহের সুপারভিশন কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে নির্দেশক্রমে মনোনয়ন প্রদান করা হলো।’
এতে আরও বলা হয়েছে, স্বাস্থ্য সেবা বিভাগে কর্মরত অতিরিক্ত সচিবগণ তাঁদের সুবিধামত দেশের যে কোনো সেন্টার পরিদর্শন করতে পারবেন। পরিদর্শন শেষে Android Mobile Apps-এর মাধ্যমে জাতীয় পুষ্টি সেবা (MNS) বরাবর প্রতিবেদন প্রেরণ করতে হবে।
এ ছাড়া সকল মনোনীত কর্মকর্তাগণ সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের সাথে যোগাযোগ করে আগামী ১৮ জুন ২০২২ তারিখ (শনিবার) সুপারভিশন সম্পন্ন করবেন বলে নোটিশে উল্লেখ করা হয়।
Discussion about this post