হার্টবিট ডেস্ক
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে এখন পর্যন্ত বুস্টার ডোজের টিকা পেয়েছেন দুই কোটি ৫৯ লাখ ৩০ হাজার ২৫৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, দেশে টিকা কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন ১২ কোটি ৮৮ লাখ ৬৯ হাজার ৬৫০ জন। এ ছাড়া দুই ডোজের টিকা পেয়েছেন ১১ কোটি ৮২ লাখ ৭৮ হাজার ৩৯৫ জন মানুষ।
এদিকে বৃহস্পতিবার সারাদেশে প্রথম ডোজের টিকা পেয়েছেন ১৪ হাজার ৮৫৭ জন। এর মধ্যে পুরুষ সাত হাজার ৬৫৭ জন এবং মহিলা সাত হাজার ২০০ জন। দুই ডোজের টিকা পেয়েছেন ৯৪ হাজার ৪১২ জন। এর মধ্যে পুরুষ ৪৭ হাজার ৭১১ এবং মহিলা ৪৬ হাজার ৭০১ জন। এ ছাড়াও একই সময়ে বুস্টার ডোজ পেয়েছেন ১৮ লাখ ৯২ হাজার ৬৮৫ জন। এর মধ্যে পুরুষ ৯ লাখ ৮৯৮ এবং মহিলা ৯ লাখ ৯১ হাজার ৭৮৭ জন। এগুলোর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকা।
গত ১ নভেম্বর থেকে দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা পেয়েছেন এক কোটি ৭৩ লাখ ২৬ হাজার ৯৪২ জন। দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন এক কোটি ৫৯ লাখ ৬৯ হাজার ৮০ জন। এ ছাড়া দেশে এখন পর্যন্ত দুই লাখ ৫৮ হাজার ৯১৬ জন ভাসমান জনগোষ্ঠী দুই জোজের টিকার আওতায় এসেছেন।
Discussion about this post