হার্টবিট ডেস্ক
চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের সময় কেমিক্যাল থাকা কনটেইনার বিস্ফোরণে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি দগ্ধ ২০ জন রোগীর চোখের অবস্থা দেখেছেন চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক।
এ সময় তার সঙ্গে ছিলেন সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।
ডা. সামন্ত লাল সেন জানান, বৃহস্পতিবার (৯ জুন) সকালে বার্ন ইনস্টিটিউটে ভর্তির সকল রোগীর চোখের অবস্থা দেখেন ডা. দীন মোহাম্মদ নূরুল হক। তবে ভর্তির সকল রোগীর কমবেশি সবার চোখে সমস্যা দেখা দিয়েছে। রোগীদের দগ্ধের চিকিৎসার পাশাপাশি চোখের চিকিৎসাও চলছে।
এছাড়া তিনি বলেন, এদের মধ্যে একজন রোগীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
প্রসঙ্গত, শনিবার (৪ জুন) রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকার বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে আগুনের পর বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিসের সদস্যসহ মোট ৪৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় কয়েকশ’ মানুষ দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Discussion about this post