হার্টবিট ডেস্ক
দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ২৯ চিকিৎসককে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (৯ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব এ.এফ.এম এহতেশামূল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়ছে, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিক্তিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে কর্মরত মেডিকেল অফিসার/সহকারী সার্জন পদের নিম্নবর্ণিত চিকিৎসকদের জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী টাকা ৩৫,৫০০-৬৭০১০/- বেতনক্রমে ৬ষ্ঠ গ্রেডভুক্ত জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি প্রদান করা হলো।’
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ‘পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকগণ আগামী ১২ জুন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র প্রেরণ করবেন। যোগদান সাপেক্ষে এ পদোন্নতি কার্যকর হবে।’
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন), পরিচালক (এমআইএস), স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের- ২ শাখার উপসচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
Discussion about this post