হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিক্ষক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের বায়োমেট্রিক পদ্ধতিতে দৈনন্দিন হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২ জুন) বিএসএমএমইউর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ-অফিসে কর্মরত শিক্ষক, চিকিৎসক, কনসালটেন্ট, মেডিকেল অফিসার, গবেষণা সহকারী, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের বায়োমেট্রেক পদ্ধতিতে হাজিরা দিতে হবে। প্রতিদিন অফিস চলাকালীন অর্থাৎ সকাল ৮টার মধ্যে আগমন ও দুপুর ২টা ৩০ মিনিটে প্রস্থানকালীন বায়োমেট্রেক পদ্ধতিতে দৈনন্দিন হাজিরা দিতে হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
Discussion about this post