হার্টবিট ডেস্ক
মুমূর্ষু রোগীকে নিরাপদে হাসপাতালে পৌঁছাতে এবার চালু হচ্ছে রেল অ্যাম্বুলেন্স। প্রাথমিক চিকিৎসার পাশাপাশি মুমূর্ষু রোগীর জন্য বিশেষায়িত আইসিইউ সুবিধা থাকবে এ অ্যাম্বুলেন্সে।
বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান স্কয়ার হাসপাতালের আর্থিক সহায়তায় চট্টগ্রামে রেল কারখানায় প্রাথমিকভাবে একটি মিটারগেজ বগিকে উন্নত অ্যাম্বুলেন্সে রূপান্তর করার কাজ শুরু হয়েছে।
নকশা অনুযায়ী, বগিটিতে তিনটি বিশেষায়িত আইসিইউ, জরুরি চিকিৎসাকেন্দ্র ও চিকিৎসার যন্ত্রপাতি, ডাক্তার ও নার্স চেম্বারসহ স্থাপন করা হবে অক্সিজেন উৎপাদন ইউনিট।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) জানান, যুক্তরাষ্ট্রের আদলে একটি প্রযুক্তির মাধ্যমে এ রেল অ্যাম্বুলেন্স তৈরি করবে স্কয়ার হাসপাতাল। এটা তৈরি করার সময় যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরাও এখানে থাকবেন। তিনটি আইসিইউও, জরুরি ডাক্তার চেম্বার বেড, চিকিৎসার জন্য আলাদা রুম থাকবে এখানে, এ ছাড়া বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে অনলাইনে যোগাযোগের ব্যবস্থা থাকবে।
প্রাথমিকভাবে চট্টগ্রাম রেলস্টেশনে রাখা হবে বিশেষ এ অ্যাম্বুলেন্স। গরিব অসহায় রোগীদের উন্নত চিকিৎসায় ঢাকায় পরিবহন করার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে।প্রথম রেল অ্যাম্বুলেন্স সফল হলে, পর্যায় ক্রমে দেশের সব বিভাগীয় শহরের স্টেশনে তা সম্প্রসারণের স্বপ্ন দেখছে রেলওয়ে।
Discussion about this post