হার্টবিট ডেস্ক
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে লাগা ভয়াবহ আগুনের ঘটনায় চার শতাধিক আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য চট্টগ্রামের সব চিকিৎসককে চমেক হাসপাতালে আসার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
শনিবার রাতে চমেক হাসপাতাল পরিদর্শন করে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সীতাকুন্ডে অসংখ্য এম্বুলেন্সের প্রয়োজন। চট্টগ্রামের সবকটি সরকারি/বেসরকারি হসপিটালের এম্বুলেন্স ফায়ার সার্ভিসের পক্ষ হতে অতিদ্রুত সীতাকুন্ডে যেতে বলা হচ্ছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক রক্তের প্রয়োজনও হতে পারে জানিয়ে তিনি বলেন, এ লক্ষ্যে সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।
তিনি আরও বলেন, হাসপাতালে থাকা সব লজিস্টিক সেবা আমরা ব্যবহার করছি। শুরুতে আমরা চেষ্টা করছি প্রাথমিক চিকিৎসা দিয়ে জীবন বাঁচাতে। একটু রাতের দিকে এই দুর্ঘটনা হওয়ায় কিছুটা অসুবিধা হয়েছে। তবে অনেক চিকিৎসক যোগ দেওয়ায় সংকট কেটে যাবে।
Discussion about this post