হার্টবিট ডেস্ক
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কুমিল্লা শাখার উদ্যোগে গুণী চিকিৎসক সম্মাননা ও শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুন) সন্ধ্যায় কুমিল্লার শিল্পকলা একাডেমিতে ‘ফ্যাটি-লিভার ও বাংলাদেশ লিভার রোগের চিকিৎসা’ শীর্ষক এ বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।
বিএমএ কুমিল্লার শাখার সভাপতি ডা. আব্দুল বাকী আনিসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
সভায় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভিসি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এবিএম খুরশীদ আলম, বিএসএমএমইউর ইন্টারভেনশন্যাল হেপাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) ও বিএমএ কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. আতাউর রহমান জসিম প্রমুখ।
Discussion about this post