হার্টবিট ডেস্ক
২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সে ভর্তিতে প্রথম দফায় মাইগ্রেশনের তালিকা প্রায় চূড়ান্ত। আগামীকাল অথবা পরশু দিন এ তালিকা প্রকাশ করা হবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব আজ শনিবার (৪ জুন) সকালে এমন তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মাইগ্রেশনের তালিকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) তৈরি করে। ওরা চূড়ান্ত করে ফেলেছে। আমাকে নিশ্চিত করা হয়েছে। তাঁরা এটা আগামীকাল আমাকে হস্তান্তর করবেন। এরপর আমাদের অফিসিয়াল কিছু কাজ আছে। এটা সম্পন্ন হলে আগামীকাল দুপুর কিংবা পরশু দিন এটা প্রকাশ করবো।’
এর আগে ২০২১-২২ শিক্ষাবর্ষের সরকারি মেডিকেলে এমবিবিএস প্রথমবর্ষে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয় ৮ মে, চলে ১৮ মে পর্যন্ত।
এ ছাড়া বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম ১৪ জুলাই শুরু হয়ে চলবে ২৮ জুলাই পর্যন্ত। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ১৬ জুন। আবেদন বিতরণ শুরু হবে ২১ জুন। আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩ জুলাই। ক্লাস শুরু হবে ১ আগস্ট।
তারও আগে গত ৫ এপ্রিল ২০২১-২২ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে পাস করে ৭৯ হাজার ৩৩৭ জন।
এ বছর পাস করেছে ৭৯ হাজার ৩৩৭ জন। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।
এর আগে গত এক এপ্রিল সকালে সারাদেশে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী, যা মেডিকেল ভর্তি পরীক্ষার ইতিহাসে সর্বাধিক।
Discussion about this post