হার্টবিট ডেস্ক
আমেরিকান কলেজ অফ সার্জন্স (এসিএস), বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এবং সোসাইটি অফ সার্জনস অফ বাংলাদেশ (এসওএসবি) যৌথ উদ্যোগে ‘অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্ট’ (এটিএলএস) কোর্স আগামী ০৩-০৫ সেপ্টেম্বর বিসিপিএসে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (০২ জুন ) বিসিপিএস’র ওয়েবসাইটে প্রকাশিত ও অনারারি সেক্রেটারি অধ্যাপক বিল্লাল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্ট’ (এটিএলএস) আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি কোর্স। যার মেয়াদকাল চার বছরের জন্য। বিভিন্ন দেশে চাকরির সুযোগের জন্য প্রায়ই এই দক্ষতার প্রয়োজন পরে।
এতে আরও বলা হয়, আগ্রহী ব্যক্তিদের আগামী ০১ জুন থেকে আগামী ৩০ জুনের মধ্যে বিসিপিএস’র নির্ধারিত ফরম পূরণ করে ৩০,০০০ টাকা পে অর্ডারে মাধ্যমে (বিসিপিএসে বা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এসটিডি অ্যাকাউন্ট নম্বর:০৭৮১৩০১০০০০০০২৫৬ বা ঢাকা ব্যাংক লিমিটেড এসটিডি অ্যাকাউন্ট নম্বর: ২০৭১৫০০০০০৮৮৭) জমা অনুরোধ করা হচ্ছে।
প্রশিক্ষণার্থীদের নিবন্ধন ফর্মের সাথে, ১. স্নাতক ডিগ্রি পাসের প্রশংসাপত্রের একটি ফটোকপি। ২. দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। ৩. অর্থ বিভাগ, বিসিপিএস থেকে কোর্স ফি’র অর্থ রসিদের একটি অনুলিপি জমা দিতে হবে।
আদেশের অনুলিপিটি বিসিপিএস নোটিস বোর্ড, বিসিপিএস’র ওয়েবসাইটে এবং এসওএসবি’র ওয়েবসাইটে প্রকাশ করতে বলা হয়েছে।
Discussion about this post