হার্টবিট ডেস্ক
চিকিৎসক ও নার্সদের অক্লান্ত পরিশ্রমের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব দরবারে পুরস্কৃত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ বুধবার (১ জুন) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস উপলক্ষে ‘কোভিড-১৯ চ্যালেঞ্জ অতিক্রমে স্বাস্থ্য অধিদপ্তরের অদম্য যাত্রা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
চিকিৎসকদেরকে সম্মুখযোদ্ধা উল্লেখ করে তিনি বলেন, তাঁদের অবদানে করোনা মোকাবিলায় বিশ্বে ৫ম ও এশিয়ায় প্রথম হয়েছে বাংলাদেশ।
চিকিৎসকদের অবদানে সারাবিশ্ব বাংলাদেশকে শ্রদ্ধার চোখে দেখে বলেও জানান তিনি।
দেশের স্বাস্থ্যখাত আশপাশে দেশের তুলনায় অনেক ভালো দাবি করে জাহিদ মালেক বলেন, প্রায় প্রতিটি উপজেলায় ৫০ শয্যার হাসপাতাল রয়েছে। অনেক হাসপাতাল ডিজিটাল হয়েছে। পর্যায়ক্রমে সব হাসপাতালই ডিজিটালাইজেশনের আওতায় আসবে।
তিনি বলেন, আটটি নতুন বিশেষায়িত হাসপাতাল হচ্ছে, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন।
সারাদেশে তিন লাখ জনবল নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বড় মন্ত্রণালয়গুলোর মধ্যে এটি অন্যতম।
দেশে চলমান অনিবন্ধিত স্বাস্থ্য প্রতিষ্ঠান বন্ধে অধিদপ্তরের অভিযান প্রসঙ্গে তিনি বলেন, নিবন্ধনহীন ক্লিনিক, হাসপাতাল ও ডায়াবেটিক সেন্টারে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Discussion about this post