হার্টবিট ডেস্ক
২০২১-২০২২ সেশনের মধ্য দিয়ে শুরু হয়েছে খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএইচএমইউ) শিক্ষা কার্যক্রম। এর আগে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের নেতৃত্বে অধিভুক্ত কলেজগুলো পরিদর্শন করেন একটি দল।
অধিভুক্ত ৯ মেডিকেল কলেজ পরিদর্শন দলে ছিলেন মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. দীন ঊল ইসলাম, ব্যাসিক ও প্যারাক্লিনিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ডা. বাপ্পা গৌতম, নার্সিং অনুষদের ডিন ডা. কুতুব উদ্দীন মল্লিক এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুর রউফ।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিন ডা. কুতুব উদ্দীন মল্লিক আজ বুধবার (১ জুন) জানান, গত ৮ মে খুলনা সিটি মেডিকেল কলেজের মধ্য দিয়ে পরিদর্শন শুরু হয়। পরে খুলনা মেডিকেল কলেজসহ শহরে আরও একটি মেডিকেল কলেজে যায় পরিদর্শক দল। এর পর সাতক্ষীরা মেডিকেল কলেজ, যশোর মেডিকেল কলেজ, যশোর আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ ও কুষ্টিয়া মেডিকেল কলেজ পরিদর্শন করা হয়। গত ২৬ মে মাগুরা মেডিকেল কলেজ পরিদর্শনের মধ্য দিয়ে এ কার্যক্রম শেষ হয়।
তিনি বলেন, ‘এই অঞ্চলের মেডিকেলগুলো আগে রাজশাহী মেডিকেল কলেজের অধীনে ছিল। বিস্তৃত হওয়ায় খুলনা অঞ্চলের মেডিকেল কলেজগুলোর তত্ত্বাবধান যথাযথভাবে হচ্ছিল না। প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সরকারের নীতি অনুসারে খুলনা মেডিকেলের যাত্রা শুরু হয়েছে। আমাদের অঙ্গীকার হলো, আমরা যথাযথভাবে শিক্ষার মান নিয়ন্ত্রণ করবো।’
বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম ঘিরে নিজেদের নানা পরিকল্পনার কথা তুলে ধরে ডা. কুতুব মল্লিক আরও বলেন, ‘দ্রুততম সময়ে মেডিকেলের পোস্ট গ্রাজুয়েশন কোর্স করা হবে। আইনগত কোনো বাধা না থাকলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সঙ্গে কথা বলে এই অঞ্চলের কলেজগুলোতে যেসব পোস্ট গ্রাজুয়েশন কোর্স চালু আছে, সেগুলো আমাদের অধীনে নিয়ে আসবো। নার্সিং কলেজ ও ডেন্টাল কলেজগুলোও এর অন্তর্ভুক্ত হবে। সেই সঙ্গে চালু হবে নার্সিংয়ের পোস্ট গ্রাজুয়েশন কোর্স। সরকারের পরিকল্পনা পূরণের লক্ষ্যে গবেষণার জন্য একটি তহবিল রাখার জোর চেষ্টা চলছে।’
২০২১ সালের ১ ফেব্রুয়ারি দেশে মেডিকেল উচ্চশিক্ষার পঞ্চম প্রতিষ্ঠান হিসেবে খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন আইনে অনুমোদন দেয় জাতীয় সংসদ।
Discussion about this post