হার্টবিট ডেস্ক
চট্টগ্রামে চার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন। শনিবার (২৮ মে) সকালে অভিযান চালিয়ে নানা অনিয়মের কারণে দুটি হাসপাতাল এবং দুটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের এ নির্দেশ দেন তিনি। অভিযানে নেতৃত্ব দেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
বন্ধের নির্দেশ দেওয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো– চট্টগ্রাম কসমোপলিটন হসপিটাল প্রাইভেট লিমিটেড, সিএসটিসি হসপিটাল, পপুলার ডায়াগনস্টিক সেন্টার এবং নিরুপনী প্যাথলজি ল্যাবরেটরি। এ ছাড়া ট্রিটমেন্ট হাসপাতাল প্রাইভেট লিমিটেড এবং পলি হসপিটালের কাগজপত্র সঠিক থাকলেও ছিল না সেবার মূল্য তালিকা। এ দুই প্রতিষ্ঠানকে মূল্য তালিকা কাউন্টারে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।
সিভিল সার্জন গণমাধ্যমকে বলেন, ‘শনিবার নগরীর ছয়টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হয়। অনুমোদন সংক্রান্ত কাগজপত্র প্রদর্শন না করায় দুটি হাসপাতাল এবং দুটি ডায়াগনস্টিক সেন্টার জনস্বার্থে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।’
তিনি জানান, নগরী ও জেলার সবকটি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হবে। অনুমোদন না থাকলে তাৎক্ষণিক বন্ধ করা হবে।
Discussion about this post