হার্টবিট ডেস্ক
ভারতের বিহারের মতিহারি শহরে ৪০ দিনের এক শিশুর পেটে ভ্রূণ পাওয়া গেছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বিষয়টিকে ‘ফিটাস ইন ফেটু’ বলা হয়। বিরল এই ঘটনায় হাসপাতালের চিকিৎসকসহ স্তম্ভিত থেকে প্রতিটি কর্মী।
জানা গেছে, সম্প্রতি ৪০ দিন বয়সী একটি শিশুকে চিকিৎসার জন্য মতিহারির রহমানিয়া মেডিকেল সেন্টারে আনা হয়েছিল। পরিবার জানায়, বিগত কিছুদিন ধরেই শিশুটি অস্বস্তিবোধ করছে।
পরীক্ষা করে চিকিৎসকরা দেখেন, শিশুটির পেলভিস ফুলে রয়েছে এবং সে ঠিক করে মূত্রত্যাগ করতে পারছে না। পেলভিস ফুলে ওঠার কারণ জানতে তার একাধিক পরীক্ষা করা হয়। তাতে যা ফল আসে, তা দেখে চিকিৎসকদের চোখ কপালে। মেডিকেল রিপোর্টে দেখা যায়, শিশুর পেটে একটি ভ্রূণ রয়েছে।
‘ফিটাস ইন ফেটু’ এই বিরল পরিস্থিতিতে মায়ের গর্ভে থাকাকালীনই শিশুর পেটে ভ্রূণ তৈরি হয়। সেই ভ্রূণই ধীরে ধীরে বেড়ে ওঠেছে তার পেটে।
রহমানিয়া মেডিকেল সেন্টারের চিকিৎসকরা জানান, ‘ফিটাস ইন ফেটু’ খুবই বিরল ঘটনা। ১০ লাখ রোগীর মধ্যে ৫ জনের এমনটা ঘটার সম্ভাবনা থাকতে পারে। তবে দ্রুত চিকিৎসা না করলে পরিস্থিতি জটিল হতে পারে।
Discussion about this post