হার্টবিট ডেস্ক
স্বাস্থ্যবিমা চালুসহ চিকিৎসাসেবা সহজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ। তিনি বলেন, সরকারের প্রতি আমার আবেদন থাকবে, চিকিৎসা যেন খুব সহজেই হয়। প্রান্তিক মানুষের জন্য চিকিৎসাসেবা কীভাবে আরও সহজ হয়, সেই ব্যবস্থা যেন করা হয়।
শনিবার (২৮ মে) জাতীয় প্রেস ক্লাবে ‘হৃদরোগ প্রতিরোধের চ্যালেঞ্জ এবং করণীয়’ শীর্ষক হার্ট ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের জন্য এই ক্যাম্পের আয়োজন করা হয়।
এসময় ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, শুধু শহরেই ভালো চিকিৎসার ব্যবস্থা নয়, গ্রামেও ভালো চিকিৎসার ব্যবস্থা করতে হবে। গ্রামের মানুষকে যেন চিকিৎসার জন্য শহরমুখী ও হয়রানি হতে না হয়।
তিনি বলেন, আমাদের দেশে হেলথ ইন্স্যুরেন্স নেই। এটা কীভাবে চালু করা যায়, সেই উদ্যোগ যেন নেওয়া হয়। দেশে স্বাস্থ্যবিমা জরুরি ভিত্তিতে চালু করা উচিত। কারণ দেশের সব মানুষের হাতে সব সময় চিকিৎসার জন্য পয়সা থাকে না। শেষ বয়সে ঘরবাড়ি বিক্রি করে অনেককে চিকিৎসা নিতে হয়। এজন্য বিমা করা থাকলে একটু সুবিধা হয়।
প্রেস ক্লাবের সদস্যদের উদ্দেশে ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, হৃৎপিণ্ডটাকে ঠিক রাখতে হবে। এটাকে ঠিক রাখতে যা যা করা দরকার, করতে হবে। পুরো শরীরটাকেই ঠিক রাখে এই হৃৎপিণ্ড। নিজেকে সচেতন হতে হবে। অন্যদেরও সচেতন করতে হবে।
প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে ক্যাম্পে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (ইন্টারন্যাশনাল কার্ডিওলজি) ডা. এস এম মোস্তফা জামান। এতে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ অন্যরা বক্তব্য রাখেন।
হার্ট ক্যাম্পে জাতীয় প্রেস ক্লাবের বিভিন্ন বয়সী সদস্যদের হৃদরোগ সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষা করা হয়।
Discussion about this post