হার্টবিট ডেস্ক
চীন থেকে চিকিৎসা বিজ্ঞানে ডিগ্রি অর্জনের প্রচার চালিয়ে রোগী দেখা কার্যক্রম পরিচালনার অপরাধে সাঈদ মোহাম্মদ ইমরান নামের এক যুবককে আটক করেছেন র্যাব সদস্যরা।
বৃহস্পতিবার (২৬ মে) রাত ৮টার দিকে কক্সবাজারের উখিয়ায়র পালংখালী বাজারস্থ ইয়াকুব মোস্তাক মার্কেটের দ্বিতীয় তলায় তাজমান হাসপাতালের চেম্বার থেকে তাকে আটক করা হয়।
আটক সাঈদ উখিয়ার পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম ফারিরবিল নলবনিয়া এলাকার কবীর আহাম্মদের ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. বিল্লাহ উদ্দিন বলেন, প্রকৃত চিকিৎসক না হয়েও সাঈদ মোহাম্মদ ইমরান নামে এক যুবক চীন থেকে এমবিবিএস পাস করা ডাক্তার পরিচয়ে বিভিন্ন রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। এমন সংবাদের সত্যতা যাচাইয়ের বৃহস্পতিবার রাত ৮টার দিকে পালংখালী বাজারস্থ ইয়াকুব মোস্তাক মার্কেটের দ্বিতীয় তলায় তাজমান হাসপাতালের চেম্বারে হাজির হয় র্যাব-১৫ এর একটি দল। পরে সাঈদের কাছে ডাক্তারি পাস সংক্রান্ত সনদপত্র চাইলে তিনি দেখাতে ব্যর্থ হন। তখন তাকে আটক করা হয়। এ সময় একটি স্টেথোস্কোপ, একটি ব্লাড সুগার মাপার সেট, একটি সিল ও ১১ পাতা তার নামীয় প্রেসক্রিপশন জব্দ করা হয়েছে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক আরও বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে কক্সবাজারের উখিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Discussion about this post