হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে, এরকম একটি ভুয়া খবর ছড়িয়ে দেওয়া হয়েছে। এই বিষয় কর্তৃপক্ষ বলছে, এটি একটি গুজব।
যদি কেউ ছড়িয়ে থাকে তাহলে এটি সাইবার ক্রাইমের মধ্যে পড়ে।
সোমবার (২৩ মে) রাতে এই বিষয়ে কথা হয় বিএসএমএমইউ পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নজরুল ইসলাম খানের সঙ্গে।
তিনি জানান, এটি সম্পূর্ণ ভুয়া একটি খবর মানে গুজব। যারাই ছড়িয়েছেন আমি মনে করি সেটি একটি সাইবার ক্রাইমের মধ্যে পড়ে। যাই হোক গণমাধ্যমের অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এই মাঙ্কিপক্সের বিষয় নিয়ে, তাদের বলেছি এটি সঠিক তথ্য নয়।
জানা যায়, সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নোয়াখালী জেলা সর্বপ্রথম এমন গুজব ছড়ানো হয়। এরপর বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি ছড়িয়ে যায়।
Discussion about this post