হার্টবিট ডেস্ক
জুলাই ২০২২ অনুষ্ঠেয় এফসিপিএস বিভিন্ন পরীক্ষার জন্য নিবন্ধিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)। আজ শনিবার (২১ মে) বিসিপিএস’র ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
প্রিলিমিনারি এফসিপিএস পার্ট-২
প্রিলিমিনারি এফসিপিএস পার্ট-২ এর জন্য বিভিন্ন বিষয়ে পরীক্ষার জন্য নিবন্ধিত হয়েছেন ৩৫ জন শিক্ষার্থী। এর মধ্যে কার্ডিওলজিতে চারজন, অ্যান্ডোক্রাইনলজি অ্যান্ড মেটাবলিজমে একজন, নিওরোলজিতে চারজন, নিওরোলজি সার্জারিতে চারজন, অর্থোপেডিক সার্জারিতে দশজন, পেডিয়াট্রিক কার্ডিওলজিতে একজন, পেডিয়াট্রিক নিওরোলজি অ্যান্ড ডেভেলপমেন্টে একজন, প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারিতে দুইজন, পালমনোলজিতে দুইজন, থোরাসিক সার্জারিতে দুইজন এবং ইউরোলজিতে চারজন রয়েছেন।
এফসিপিএস মিডটার্ম পরীক্ষা
এফসিপিএস মিডটার্ম পরীক্ষার জন্য বিভিন্ন বিষয়ে নিবন্ধিত হয়েছেন ১২৯ জন শিক্ষার্থী। এর মধ্যে অ্যানেসথেশিওলজিতে ছয়জন, কার্ডিওলজিতে তিনজন, অ্যান্ডোক্রাইনলজি অ্যান্ড মেটাবলিজমে একজন, মেডিসিনে ৬৪ জন, অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকলজিতে ১০ জন, অফথালমোলজিতে ছয়জন, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারিতে একজন, অর্থোপেডিক সার্জাতে দুইজন, অটোল্যারিঙ্গোলজি-হেড অ্যান্ড নেক সার্জারিতে তিনজন, প্যাডিয়াট্রিকসে পাঁচজন, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনে দুইজন, সাইকিয়াট্রিতে দুইজন, র্যাডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে চারজন, র্যাডিওথেরাপিতে দুইজন ও সার্জারিতে ১৮ জন রয়েছেন।
এমসিপিএস পরীক্ষা
এমসিপিএস পরীক্ষার জন্য ১৩টি বিষয়ে পরীক্ষার জন্য নিবন্ধিত হয়েছেন ৬১৩ জন শিক্ষার্থী।
এফসিপিএস (সাব-স্পেশালিটি)
এফসিপিএস সাব-স্পেশালিটির নিবন্ধিত হয়েছেন ৮৫ জন চিকিৎসক।
এফসিপিএস পার্ট-২
এফসিপিএস পার্ট-২ এর জন্য নিবন্ধিত হয়েছেন এক হাজার ৫১৮ জন।
এফসিপিএস পার্ট-১
এফসিপিএস পার্ট-১ পরীক্ষার জন্য অনলাইনে নিবন্ধিত হয়েছেন সাত হাজার ৭৭০ জন শিক্ষার্থী।
Discussion about this post