হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৭ মে) সকাল ৯টায় দিবসটি উপলক্ষ্যে বিএসএমএমইউর বঙ্গবন্ধুর ম্যুরাল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয় পরিবার পুষ্পস্তবক অর্পণ করেছে।
পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রাশসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন স্তব্দ বাংলাদেশকে উন্নয়নের পথে ধাবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামী দিনে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, নার্সিং ও মেডিকেল টেকনোলজিস্ট অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, বিএসএমএমইউ শাখা স্বাচিপের সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিটো প্রমুখ।
Discussion about this post