হার্টবিট ডেস্ক
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করা সংস্থা ও ব্যক্তিদের সম্মাননা জানায় ‘ওয়ার্ল্ড হাইপারটেনশন লিগ’ (ডাব্লিউএইচএল)। প্রতিবছর বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে এ সম্মাননা জানানো হয়।
এবার সংস্থাটি থেকে ‘নরম্যান ক্যাম্পবেল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী। বাংলাদেশের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান তিনি।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অবদান রাখায় তাকে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়। এর আগে অধ্যাপক সোহেল রেজা তামাক নিয়ন্ত্রণে অবদানের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের রিজিওনাল ডিরেক্টর’স স্পেশাল রিকগনিশন লাভ করেছিলেন।
সম্মাননা পদকের নাম ঘোষণার পর প্রতিক্রিয়ায় ডা. সোহেল রেজা বলেন, যে কোনো প্রাপ্তি মানুষকে অনুপ্রেরণা যোগায়। আমি মনে করি আমার এখনও অনেক কাজ বাকি। ওয়ার্ল্ড হাইপারটেনশন লিগ আমাকে সম্মানিত করেছে। আশা করি আগামীতে এই অর্জন কাজে প্রভাব ফেলবে।
তিনি আরও বলেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আমাদের কাজ করতে হবে। শুধু ওষুধ সেবন সমস্যা সমাধানের জন্য যথেষ্ট নয়। সচেতনতা গড়ে তুলতে হবে মানুষ যাতে লাইফ স্টাইলে পরিবর্তন নিয়ে আসে।
পরিমিত খাবার গ্রহণ, শারীরিক ব্যায়াম ও ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ সম্ভব বলে জানান এই চিকিৎসক।
ডা. সোহেল রেজা চৌধুরীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশে তামাক নিবারণ কেন্দ্র স্থাপন করা হয়। রোগীদের তামাক ছাড়তে আগ্রহী করে তুলতে চিকিৎসক ও নার্সদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছেন তিনি। এছাড়া বিভিন্ন সময়ে জাতীয় পর্যায়ে পরিচালিত তামাক নিয়ন্ত্রণবিষয়ক নানা গবেষণা ও সমীক্ষা কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
Discussion about this post