হার্টবিট ডেস্ক
তিন কোটি ৭১ লাখ ৬৯ হাজার ৫৮৭ টাকা অনুদান পেয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। দরিদ্রদের জন্য মূল্যবান চিকিৎসাসামগ্রী কিনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব তহবিল থেকে এ অনুদান দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ও অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালটির সহযোগী অধ্যাপক ও কার্ডিয়াক সার্জনস সোসাইটি অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি ডা. আশরাফুল হক সিয়াম। এ প্রসঙ্গে ঢাকা পোস্টকে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বিষয়টি যতই দেখি, ততই মুগ্ধ হই।
তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন জানলেন, অল্প কিছু টাকা হলে দেশের গরিব মানুষকে হার্টের ভাল্ব ও রিং বিনামূল্যে দিয়ে চিকিৎসা দেওয়া সম্ভব, তখন নিজস্ব তহবিল থেকে জাতীয় হৃদরোগ হাসপাতালে অনুদান দিলেন।
অনুদানের চেক গ্রহণকালে পরিচালক ও অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর এ অনুদান গরিব ও অসহায় রোগীদের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে।
ডা. মীর জামাল উদ্দিন বলেন, হৃদরোগীদের সরকারি পর্যায়ে চিকিৎসাসেবা নেওয়ার সবচেয়ে বড় হাসপাতাল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। অনেক রোগীর ভালভ প্রতিস্থাপন, পেসমেকার স্থাপন ও রিং বসাতে হয়। তাদের অনেকেই আর্থিক সংকটের কারণে সেই চিকিৎসা নেওয়ার সুযোগ পান না। বিষয়টি জানার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর পর দুবার অনুদান দিয়েছেন।
Discussion about this post