হার্টবিট ডেস্ক
মুন্সীগঞ্জ গজারিয়ায় বিরল রোগ নিয়ে জন্মগ্রহণ করেছে এক শিশু। গত ১ মে (রবিবার) উপজেলার জামালদী বাসস্ট্যান্ড এলাকার নাজমা রহমান জেনারেল হাসপাতালে রাত ৮টার দিকে শিশুটি জন্ম নেয়। শিশুটির গায়ের অনেকাংশে কালো দাগ রয়েছে এবং কুঁচকানো। দেখে মনে হবে, কালো ঘন পশমে ভরা।
সে গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের আড়ালিয়া গ্রামের জেলে আয়নাল হক ও মাহিনুর আক্তার দম্পতির প্রথম সন্তান। আয়নাল হক নদীতে মাছ ধরে সংসার চালান। সন্তানের এমন বিরল রোগে দুশ্চিন্তায় দিন পার করছে জেলে পরিবারটি।
নাজমা রহমান জেনারেল হাসপাতালের মালিক ডা. আব্দুর রহমান বলেন, ‘আমার চিকিৎসক জীবনে এমন শিশু জন্মের বিষয়টি কখনও দেখিনি। তবে শিশুটি সুস্থ, সবল হলেও শরীরের এক তৃতীয়াংশ কালো, কুঁচকানো। দেখে মনে হয় কালো পশমে ভরা।’
স্থানীয় চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন কিছু অদ্ভুত রোগে মানুষকে ভুগতে দেখা যায় যেগুলো বিরল এবং কখনও কখনও চিকিৎসা পদ্ধতি নির্ণয় করাও কঠিন। যা অনেক সময় ছোট্ট শরীরের জন্য যন্ত্রণাদায়ক।
শিশুটির বাবা আয়নাল হক বলেন, ‘আমাদের ছোট্ট সংসারে প্রথম এই পুত্র সন্তান হয়েছে। তবে তার এমন রোগ অনেক ভয়ে আছি। তার চিকিৎসার জন্য যে ডাক্তার দেখাব সে সামর্থ্যও নেই। আমি কোনোরকম নদীতে মাছ ধরে সংসার চালাই। সমাজে বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করছি, ছেলেটার যেন চিকিৎসাটা চালাতে পারি।’
এ বিষয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাদিয়া আক্তার বলেন, ‘এটি একটি বিরল রোগ। ডাক্তারি ভাষায় এই রোগটিকে জায়ান্ট হেয়ারি এপিডার্মাল নেভাস বলে।’
Discussion about this post