হার্টবিট ডেস্ক
দেশে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডায়রিয়ায় ৯৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৪০,৮৪৯ জন। এ সময়ের মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে রাজশাহীতে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে খুলনা বিভাগে।
আজ সোমবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রাজশাহী বিভাগে সর্বোচ্চ ৩১ জন মারা গিয়েছে। এ ছাড়া ঢাকা বিভাগে ১১ জন, খুলনায় বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভগে ১১ জন, রংপুর বিভাগে দুইজন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে তিনজন ও সিলেট বিভাগে দুইজন মৃত্যুবরণ করেছে।
গেল পাঁচ মাসে ডায়রিয়ায় খুলনায় সর্বোচ্চ নয় হাজার ৬৭ জন আক্রান্ত হয়েছে। এ ছাড়া ঢাকা বিভাগে পাঁচ হাজর ৭৮৮ জন, ময়মনসিংহ বিভগে ছয় হাজার ৪৮১ জন, রংপুর বিভাগে চার হাজার ৩৬৫ জন, চট্টগ্রাম বিভাগে দুই হাজার ৮৫৩ জন, বরিশাল বিভাগে দুই হাজার ৮৪০ জন ও সিলেট বিভাগে এক হাজার ৫৭১ জন।
প্রসঙ্গত , দেশে গত কয়েক বছরের মধ্যে এবার ডায়রিয়ার প্রকোপ সবচেয়ে বেশি দেখা গিয়েছে। দেশে এপ্রিল মাসে সর্বোচ্চ ৩৫ জনের মৃত্যু হয়েছে। তবে মে মাসে এখন পর্যন্ত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।
Discussion about this post