হার্টবিট ডেস্ক
করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশে এখন পর্যন্ত বুস্টার ডোজের টিকা পেয়েছেন এক কোটি ২৬ লাখ ৯৩ হাজার ৯০৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত করোনার টিকাদানবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, দেশে টিকা কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন ১২ কোটি ৮৫ লাখ ৫৮ হাজার ৭০৮ জন। এ ছাড়া দুই ডোজ টিকা পেয়েছেন ১১ কোটি ৬৩ লাখ ৬৯ হাজার ৮৫৫ জন মানুষ।
এদিকে বৃহস্পতিবার সারাদেশে প্রথম ডোজের টিকা পেয়েছেন ১৩ হাজার ৯১১ জন। এর মধ্যে পুরুষ সাত হাজার ৪২ এবং মহিলা ছয় হাজার ৮৬৯ জন। দুই ডোজের টিকা পেয়েছেন ৮১ হাজার ২৫২ জন। এর মধ্যে পুরুষ ৪০ হাজার ৪৬৯ এবং মহিলা ৪০ হাজার ৭৮৩ জন। এ ছাড়াও একই সময়ে বুস্টার ডোজ পেয়েছেন এক লাখ ৫৩ হাজার ২১৯ জন। এর মধ্যে পুরুষ ৮০ হাজার ৩০৫ এবং মহিলা ৭২ হাজার ৯১৪ জন। এ গুলোর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।
গত ১ নভেম্বর থেকে দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা পেয়েছেন এক কোটি ৭৩ লাখ ২০ হাজার ২৪ জন। দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন এক কোটি ৫৮ লাখ ৯০ হাজার ৮৫৭ জন। এ ছাড়া দেশে এখন পর্যন্ত দুই লাখ ১৭ হাজার ৮৬৩ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন।
প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি থেকে দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয়। আর ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়।
Discussion about this post