ক্যারিয়ার ডেস্ক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এইচপিএনএসপি‘র আওতায় ন্যাশনাল আই কেয়ারে দুই পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) ন্যাশনাল আই কেয়ারের লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এইচপিএনএসপি’র আওতায় ন্যাশনাল আই কেয়ার অপারেশনাল প্লানের সম্পূর্ণ অস্থায়ী (প্রকল্প বাস্তবায়নকালীন সময় পর্যন্ত) ভিত্তিতে সরকারি বিধি অনুযায়ী সাকুল্যে বেতন সরাসরি নিয়োগের জন্য যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।’
এতে আরো বলা হয়েছে, আগ্রহীদের আগামী ২২ মে’র মধ্যে অফিস চলাকালীন সময়ে রেজিস্ট্রার ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিস যোগে লিখিত আবেদনপত্র পাঠাতে হবে।
‘বয়স হতে হবে ৩০ এপ্রিল ২০২২ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর। লাইন ডিরেক্টর, ন্যাশনাল আই কেয়ার অনুকূলে ৫০০/-টাকার ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে’, যোগ করা হয় বিজ্ঞপ্তিতে।
Discussion about this post