হার্টবিট ডেস্ক
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অ্যানেসথেসিয়া, এনালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের অধীনে পরিচালিত এক বছর মেয়াদি অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশীপ ট্রেনিং প্রোগ্রামে যোগ্যতা সম্পন্ন চিকিৎসকদের আবেদনের আহ্বান করা হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘বিএসএমএমইউর অ্যানেসথেসিয়া, এনালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের অধীনে পরিচালিত জুলাই-২০২২ তারিখ থেকে এক বছর মেয়াদী ‘অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশীপ ট্রেনিং প্রোগ্রাম’ এর জন্য নিম্মে উল্লিখিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করার আহ্বান করা যাচ্ছে।’
Discussion about this post