ক্যারিয়ার ডেস্ক
ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রাম (সিসিএসডিপি) শীর্ষক অপারেশনাল প্ল্যানের আওতায় সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সিনিয়র স্টাফ নার্স পদে ৩২ জনকে নিয়োগের আদেশ দিয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
সোমবার (২৫ এপ্রিল) ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রামের লাইন ডাইরেক্টর ডা. নূরুন নাহার বেগম স্বাক্ষরিত সর্বশেষ হালনাগাদ এক নিয়োগ আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা এবং পুষ্টি সেক্টর কর্মসূচী (এইচপিএনএসপি) ভুক্ত এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রাম (সিসিএসডিপি)” শীর্ষক অপারেশন প্ল্যানের আওতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রকল্প বাস্তবায়ন-১,২ শাখার ১৩/০৭/২০১৭খ্রিঃ তারিখের নং৫৯.১৭৩.০০০০.০০০.১৫.০১৭.২০১৭-১৪ সংখ্যক স্মারকে ছাড়পত্র মোতাবেক উন্নয়ন খাতে জনবল নিয়োগ/বাছাই কমিটির সুপারিশকৃত অপেক্ষমান তালিকা হতে নিম্নোক্ত ৩২ জন প্রার্থীকে অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, বাজেট শাখা-১১ এর ১৪/০১/২০১৬ খ্রিঃ তারিখের নং-০৭.১১১.০৩১.০১.০০.০০৫.২০১০১৫ সংখ্যক স্মারকে জারিকৃত পরিপত্র অনুযায়ী সর্বসাকুল্যে বেতনে (প্রযোজ্য ক্ষেত্রে) সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্প মেয়াদকালীন ৩০ জুন, ২০২৩ পর্যন্ত সিনিয়র স্টাফ নার্স (গ্রেড ১০) পদে নিয়োগ প্রদান করা হলো।’
এতে আরও বলা হয়েছে, ‘অপারেশনাল প্ল্যানের মেয়াদ বৃদ্ধি স্বাপেক্ষে এ নিয়োগ বলবৎ থাকবে। নিয়োগকৃত সিনিয়র স্টাফ নার্সগণকে আগামী ০৮/০৫/২০২২ খ্রিঃ তারিখ পূর্বাহ্নে প্রয়োজনীয় কাগজপত্রসহ (বিজ্ঞপ্তি মোতাবেক) লাইন ডাইরেক্টর, ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রাম (সিসিএসডিপি), পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ৬ কাওরান বাজার, ঢাকা বরাবর যোগদান করার জন্য অনুরোধ করা হলো। যোগদানকৃত সিনিয়র স্টাফ নার্সবৃন্দের সমন্বয়ে দায়িত্ব ও কর্তব্য বিষয়ক মৌলিক প্রশিক্ষণ যোগদানকৃত (০৮/০৫/২০২২) তারিখে সম্মেলন কক্ষ, সিসিএসডিপি, পরিবার পরিকল্পনা অধিদপ্তরে অনুষ্ঠিত হবে। মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন পূর্বক সিনিয়র স্টাফ নার্সগণকে বিভাগ/ জেলা পর্যায়ে রিজিওনাল/ডিস্ট্রিক এফপিসিএস-কিউআইটি, পরিবার পরিকল্পনা কার্যালয়ে শূণ্য পদের বিপরীতে পদায়ন করা হবে। ‘
শর্তাবলি:
১। এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী এবং মন্ত্রণালয় হতে বছর বছর পদ সংরক্ষণ স্বাপেক্ষে কার্যকর হবে।
২। চাকরিতে যোগদানকালে নিয়োগ প্রাপ্ত কর্মচারীকে নিজ ব্যবস্থাধীনে সংশ্লিষ্ট সিভিল সার্জন অথবা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের নিকট হতে প্রদত্ত শারীরিক যোগ্যতা সম্পর্কে প্রয়োজনীয় সনদপত্র দাখিল করতে হবে। প্রতিবেদনে কোনো বিরূপ মন্তুব্য থাকলে এবং তা সরকারি দায়িত্ব পালনে ব্যাঘাত সৃষ্টি করতে পারে বলে প্রতীয়মান হলে কর্তৃপক্ষ এ নিয়োগ বাতিল করতে পারবে।
৩। পুলিশ ভেরিফিকেশন অপেক্ষমান রেখে এই নিয়োগ প্রদান করা হল। পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক না হলে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
৪। চাকরিতে যোগদানের পর তার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদপত্র/স্থায়ী ঠিকানা গড়মিল পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
৫। এই নিয়োগ পত্রে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয় নাই, এরূপ ক্ষেত্রে চাকরি সংক্রান্ত সরকারের প্রচলিত আইন, আদেশ, বিধিমালা এবং ভবিষ্যতে প্রণীতব্য বিধি বিধান দ্বারা এ নিয়োগ/চাকরি নিয়ন্ত্রিত হবে।
৬। তার চাকরি বাংলাদেশের পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন সংশ্লিষ্ট যে কোনো রিজিওন’জেলার FPCS-QIT-এ বদলি যোগ্য।
৭। এ নিয়োগ কেবলমাত্র প্রকল্প চলাকালীন সময় পর্যন্ত বলবৎ থাকবে। প্রকল্পের মেয়াদ উত্তীর্ণ হলে এ নিয়োগপত্রই অব্যহতিপত্র হিসেবে গণ্য হবে।
৮। পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ‘ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রাম (সিসিএসডিপি)’ এর নির্ধারিত বাজেট বরাদ্দ হতে বেতন ও ভাতাদি প্রাপ্য হবেন।
৯। চাকরিচ্যুত অথবা ‘ইস্তফা প্রদান করতে হলে সংশ্লিষ্ট পক্ষকে ৩০ দিন পূর্বে নোটিশ প্রদান করতে হবে।
১০। চাকরিতে যোগদানের জন্য কোনো প্রকার টিএ/ডিএ দেওয়া হবে না।
উপরোক্ত শর্তসমূহে রাজি থাকলে আগামী ৮ মে পূর্বাহ্নে লাইন ডাইরেক্টর, সিসিএসডিপি, পরিবার পরিকল্পনা বরাবর যোগদান করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে যোগদানে ব্যর্থ হলে এই নিয়োগ বাতিল বলে গণ্য হবে। মহাপরিচালকের অনুমোদনক্রমে জনস্বার্থে এ নিয়োগ আদেশ জারি করা হয়েছে বলে নিয়োগ আদেশে উল্লেখ করা হয়েছে।
Discussion about this post