হার্টবিট ডেস্ক
চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান।
বিশ্ববিদ্যালয় চত্বরে প্রতিস্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরাল পরিষ্কার করার মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।
উপাচার্য বলেন, নিয়মিত নিজের অফিস পরিষ্কার রাখা ও কাগজ পত্রাদি সুবিন্যস্ত করে রাখা আমাদের কর্তব্য। সবাই যদি নিজের আশপাশের জায়গা পরিষ্কার রাখি তাহলে প্রতিটি জায়গা আরো সুন্দর হবে। প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আমাদের রোগব্যাধির পরিমাণও কমে যাবে।
পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. হাফিজুল ইসলাম, নার্সিং অনুষদ ও টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. মনোয়ার উল হক, পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোহাম্মদ দেলওয়ার হোসেন, উপ পরিচালক, ডা. বিদ্যুৎ বড়ুয়া, উপ কলেজ পরিদর্শক ডা. আইরিন সুলতানা, নির্বাহী প্রকৌশলী ফরহাদ রশীদসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
Discussion about this post