হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যে সকল বেসরকারি রেসিডেন্টরা কোর্স ছেড়ে দিয়েছে তাদের পারিতোষিক ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) অধ্যাপক ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘এই বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ইনস্টিটিউটসমূহে রেসিডেন্সি, নন-রেসিডেন্সি (এমডি/এমএস,ডিপ্লোমা/এমপিএইচ/এমফিল/এমমেড) কোর্সে অধ্যয়নরত যে সকল বেসরকারি শিক্ষার্থীগণ ৬৬তম একাডেমিক কাউন্সিল এবং ৩১-০১-২০২২ তারিখের অনুষ্ঠিত ৮৫ তম সিন্ডিকেট সভার সিন্ধান্ত মোতাবেক গৃহীত পারিতোষিক বিশ্ববিদ্যালয়ের বর্ণিত হিসাব নম্বর এসএনডি-১১৯৮ পূবালী ব্যাংক লিঃ, শাহবাগ শাখা, ঢাকায় জমা প্রদান করতে হবে।’
এতে আরও বলা হয়, ‘এই আদেশ ৩১-০১-২০২২ তারিখ থেকে কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ইহা বলবৎ থাকবে।’
আদেশের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউ’র সকল অনুষদের ডিন, সংশ্লিষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ/পরিচলাক, পরীক্ষা নিয়ন্ত্রক, অতিরিক্ত রেজিস্ট্রারদ্বয়, প্রো- ভাইস চ্যান্সলরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
Discussion about this post