হার্টবিট ডেস্ক
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কলেজ প্রশাসনিক গেটের সামনে থেকে র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকাল নয়টায় কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাজীব বিশ্বাস।
মূল প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এম এ সাত্তার, অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ, অধ্যাপক এসএম নোমান খালেদ চৌধুরী প্রমুখ। এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাহেনা আক্তার, উপাধ্যক্ষ অধ্যাপক মো. হাফিজুল ইসলাম, হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনালের শামীম আহসানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
Discussion about this post