হার্টবিট ডেস্ক
করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশে টিকা কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন ১২ কোটি ৮৪ লাখ ৯৯ হাজার ৩৯৯ জন। এ ছাড়া দুই ডোজ টিকা পেয়েছেন ১১ কোটি ৬০ লাখ ৫৬ হাজার ৫৩৫ জন মানুষ। এছাড়া এখন পর্যন্ত বুস্টার ডোজের টিকা পেয়েছেন এক কোটি ২১ লাখ ৪২ হাজার ৭০৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত করোনার টিকাদানবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে রোববার সারাদেশে প্রথম ডোজের টিকা পেয়েছেন ১৭ হাজার ৪৭৪ জন। এর মধ্যে পুরুষ আট হাজার ৬৩৭ এবং মহিলা আট হাজার ৮৩৭ জন। দুই ডোজের টিকা পেয়েছেন ৮২ হাজার ২৫৯ জন। এর মধ্যে পুরুষ ৪১ হাজার ১৪৮ এবং মহিলা ৪১ হাজার ১১১ জন। এ ছাড়াও একই সময়ে বুস্টার ডোজ পেয়েছেন এক লাখ ৩৮ হাজার ৫৯৮ জন। এর মধ্যে পুরুষ ৭১ হাজার ২০২ এবং মহিলা ৬৭ হাজার ৩৯৬ জন। এ গুলোর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।
গত ১ নভেম্বর থেকে দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা পেয়েছেন এক কোটি ৭৩ লাখ ১৫ হাজার ৩৫৪ জন। দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন এক কোটি ৫৮ লাখ ৬১ হাজার ৪০৫ জন। এ ছাড়া দেশে এখন পর্যন্ত দুই লাখ ১৫ হাজার ৯৫৭ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন।
Discussion about this post