ক্যারিয়ার ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদী ব্যাচলর অব সায়েন্স ইন নার্সিং কোর্সের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আজ রোববার (২৪ এপ্রিল) বিএসএমএমইউ’র প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমি) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘২০২১-২০২২ শিক্ষাবর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের অধীনে পরিচালিত চার বছর মেয়াদী ব্যাচলর অব সায়েন্স ইন নার্সিং কোর্সে ১ম বর্ষে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য নিম্নলিখিত শর্তে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।’
আবেদনের শেষ তারিখ: ১৪ মে দুপুর ২টা পর্যন্ত।
ব্যাংকে টাকা জমা দেওয়ার শেষ তারিখ: ১২ এপ্রিল পর্যন্ত।
প্রবেশপত্র প্রিন্ট করার তারিখ: ৫ জুন সন্ধ্যা ৬টা হতে ১১ জুন সকাল ৯টা পর্যন্ত।
লিখিত পরীক্ষা: ১১ জুন, শনিবার সকাল ১০ টায় বিএসএমএমইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
ফল প্রকাশ: আগামী ১১ জুন বিকাল ৫টায় মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmmu.edu.bd) প্রকাশিত হবে।
মৌখিক পরীক্ষার তারিখ: আগামী ১৪ জুন সকাল ৯টায় গ্রাজুয়েট নার্সিং বিভাগ, একাডেমিক ভবন, বিএসএমএমইউ. পরিবাগ, ঢাকা।
নির্বাচিতদের তালিকা প্রকাশ: আগামী ১৮ জুন প্রকাশিত হবে।
মেডিকেল পরীক্ষার তারিখ: ২৫ জুন সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন হলে অনুষ্ঠিত হবে।
এ ছাড়া বিএসসি নার্সিং কোর্সে উর্ত্তীর্ণ হওয়ার পর এই বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে ছয় মাস ইন্টার্ন করার পাশাপাশি কমপক্ষে তিন বছর চাকরি করতে হবে।
Discussion about this post