হার্টবিট ডেস্ক
চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচিকে এগিয়ে নিতে কর্পোরেশনের সহযোগিতায় ও এসিটিবির কার্যক্রমের আওতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কর্মরত মেডিকেল অফিসারদের তৃতীয় ব্যাচের কর্মশালা গত মঙ্গলবার সকালে চসিক জেনারেল হাসপাতাল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। এতে মূল আলোচক ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রেসপিরেটরী মেডিসিন বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সরোজ কান্তি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আইসিডিডিআরবির ট্রেনিং কো-অর্ডিনেটর ডা. জাকিয়া সুলতানা, ডা. খান মো. গোলাম কিবরিয়া। স্বাগত বক্তব্য রাখেন আইসিডিডিআরবির এসটিবি সহকারী প্রোগ্রাম ম্যানেজার মো. নিজামুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, যক্ষা একটি ছোঁয়াচে রোগ। এই রোগ বর্তমান আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে নিরাময় করা সম্ভব। তিনি সিটি কর্পোরেশনের দশটি স্বাস্থ্য কেন্দ্রে যক্ষা রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেয়া হয় বলে জনান। ডা. সেলিম আকতার চৌধুরী সংশ্লিষ্ট মেডিকেল অফিসারদের স্ব-স্ব কর্মস্থলে যক্ষা রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির উপর জোর দেয়ার আহ্বান জানান।
Discussion about this post