হার্টবিট ডেস্ক
করোনার সংক্রমণ রোধে দেশে এখন পর্যন্ত বুস্টার ডোজের টিকা পেয়েছেন এক কোটি ১১ লাখ ২৭ হাজার ৩৫ জন।
আজ বুধবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত করোনার টিকাদানবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে টিকা কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন ১২ কোটি ৮৩ লাখ ২২ হাজার ৫৩২ জন। এ ছাড়া দুই ডোজ টিকা পেয়েছেন ১১ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ৫৪৭ জন মানুষ।
এদিকে বুধবার সারাদেশে প্রথম ডোজের টিকা পেয়েছেন ৪২ হাজার ৪৯৮ জন। এর মধ্যে পুরুষ ২১ হাজার ৭৭ এবং মহিলা ২১ হাজার ৪২১ জন। দুই ডোজের টিকা পেয়েছেন এক লাখ ২৬ হাজার ৩৮২ জন। এর মধ্যে পুরুষ ৬৫ হাজার ৩৪৪ এবং মহিলা ৬১ হাজার ৩৮ জন। এ ছাড়াও একই সময়ে বুস্টার ডোজ পেয়েছেন এক লাখ ৫২ হাজার ৮২৫ জন। এর মধ্যে পুরুষ ৮২ হাজার ৩২৭ এবং ৭০ হাজার ৪৯৮ জন।
গত ১ নভেম্বর থেকে দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৭৩ লাখ দুই হাজার ৬৫৫ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৫৭ লাখ ৮৮ হাজার ৪২৭ জনকে।
Discussion about this post