হার্টবিট ডেস্ক
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে অসংক্রামক ব্যাধি বাড়ছে। এটা নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জলবায়ু সমস্যার কারণে রোগবালাই বাড়ছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খুরশিদ আলম আরও বলেন, দ্রুত নগরায়নের ফলে যানজট, ঢাকায় শব্দ দূষণ, বায়ু দূষণের কারণেও অনেক রোগবালাই বৃদ্ধি পাচ্ছে। জলবায়ুর কারণে যে স্বাস্থ্যঝুঁকি ও মৃত্যু বাড়ছে তা আমরা মোকাবিলা করতে চাই।
এবারের বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য। অনুষ্ঠানে স্বাস্থ্য সেবায় জড়িত চিকিৎসক, নার্স ও বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিবেশগত দূষণ ও এ সংশ্লিষ্ট রোগবালাই যেমন হৃদরোগ, হাঁপানি, ক্যান্সার ইত্যাদি হতে নিরাপদ ও সুরক্ষিত রাখার প্রত্যয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ এবং কল্যাণকর একটি সমাজ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, ডব্লিউএইচও’র বাংলাদেশ রিপ্রেজেনটিটিভ বার্ডান জাং রানা, স্বাচিপের সভাপতি এম ইকবাল আর্সলান প্রমুখ।
Discussion about this post