হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও এর অধিভুক্ত মেডিকেল কলেজ/ইনস্টিটিউটসমূহে জুলাই ২০২২ শিক্ষাবর্ষে নন-রেসিডেন্সি কোর্সে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতাসহ অন্যান্য সনদসমূহ যাচাই-বাছাইয়ের সময় নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ১১ এপ্রিল থেকে ১৭ মে পর্যন্ত ধারাবাহিকভাবে চলবে সাক্ষাৎকার গ্রহণ।
আজ মঙ্গলবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আহ্বান জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও অধিভূক্ত মেডিকেল কলেজ এবং ইনস্টিটিউটসমূহে জুলাই ২০২২ শিক্ষাবর্ষে নন-রেসিডেন্সি (এমফিল, এমপিএইচ, এমএমএড এবং ডিপ্লোমা) কোর্সে ভর্তির জন্য সাময়িকভাবে নির্বাচিত সরকারি, বিএসএমএমইউ এবং বেসরকারি প্রাথীদের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য মূল সনদসমূহ নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী যাচাই-বাছাই করা হবে। সরকারি, বিএসএমএমইউ এবং বেসরকারি প্রার্থীদের নিম্ন বর্ণনা মোতাবেক সময়সূচী অনুযায়ী সকল মূল সনদসহ এই বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ডিন অফিসে (বি-ব্লক, ৩য় তলা) উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।’
এ লক্ষ্যে আগামী ১১ এপ্রিল সকাল ১০টা থেকে নির্বাচিত শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সময়ে ধারাবাহিকভাবে সাক্ষাৎকার চলবে আগামী ১৭ মে পর্যন্ত।
প্রার্থীগণ নিম্নোক্ত মূল সনদসহ নির্ধারিত তারিখ ও সময়ে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ডিন অফিসে (বি-ব্লক, ৩য় তলা) উপস্থিত থাকবেন:
১. ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।
২. এসএসসি/সমমানের মূল সনদ।
৩. এমবিবিএস/বিডিএস-এর মূল সনদ
৪. বিএমডিসি কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশনের মূল সনদ (হালনাগাদ)।
৫. ইন্টার্নশিপের মূল সনদ।
৬. মূল মাইগ্রেশন সনদ।
৭. কর্মরত থাকলে চাকরি থেকে অব্যাহতিপত্র/চাকরিস্থল থেকে অনাপত্তিপত্র।
৮. উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অথবা সিভিল সার্জন কর্তৃক দুই বছর চাকরি সম্পন্নের প্রত্যয়নপত্র (সরকারি প্রার্থীদের ক্ষেত্রে)।
৯. স্বীকৃত মেডিকেল/ইনস্টিটিউট থেকে physiotherapy/Nursing/Health Technology/Ayurvedic/Unani/Homeopathy Degree এর মূল সনদ (সেবিকা প্রার্থীদের ক্ষেত্রে)।
Discussion about this post