হার্টবিট ডেস্ক
সানোফি বাংলাদেশ লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। প্রতিষ্ঠানটির নতুন নাম সিনোভিয়া ফার্মা পিএলসি। শুক্রবার (১ এপ্রিল) থেকে নতুন এই নাম কার্যকর করার ঘোষণা দিয়েছে কোম্পানিটি।
শনিবার (২ এপ্রিল) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বেক্সিমকো ফার্মা। ২০২১ সালের ১ অক্টোবর বেক্সিমকো ফার্মা কোম্পানিটির অর্ধেকের বেশি শেয়ার (৫৪ দশমিক ৬ শতাংশ) কিনে নিয়ে সানোফি বাংলাদেশকে অধিগ্রহণ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সানোফি বাংলাদেশ লিমিটেড আন্তর্জাতিক বায়োফার্মাসিটিক্যালস কোম্পানি সানোফি এসএ’র অঙ্গপ্রতিষ্ঠান। শেয়ার ক্রয়ের নীতিমালা ও বিক্রেতা কোম্পানির সঙ্গে চুক্তির শর্ত মেনেই এই নাম পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
এই বিষয়ে বেক্সিমকো ফার্মার ম্যানেজিং ডিরেক্টর নাজমুল হাসান বলেন, সানোফি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্ব অধিগ্রহণের পর থেকেই আমরা এর ক্রেতা ও পণ্যগুলোকে একীভূতকরণের দিকে মনোনিবেশ করেছি। নাম পরিবর্তন এই প্রক্রিয়ারই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তিনি আরও বলেন, আমার দৃঢ় বিশ্বাস আগামীতে সিনোভিয়া ফার্মা বিশ্বমানের পণ্য উৎপাদন ও সরবরাহ অব্যাহত রেখে তার সুদীর্ঘ ব্যবসায়িক সুনাম অক্ষুণ্ন রাখতে সক্ষম হবে।
‘বাংলাদেশের ক্রমবর্ধমান বাজারে সাশ্রয়ী মূল্যের চিকিৎসা ও যুগান্তকারী থেরাপি সরবরাহ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্য অর্জন এবং বেক্সিমকো ফার্মার দীর্ঘমেয়াদী ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিনোভিয়া ফার্মা পূর্বের মতোই সানোফি এসএ’র পণ্য উৎপাদন, বাজারজাতকরণ ও আমদানি অব্যাহত রাখবে। কার্ডিওলজি, ডায়াবেটিস, অনকোলজি, ডার্মাটোলজি ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ডিপ্রেশনের (সিএনএস) মতো বিভিন্ন থেরাপিউটিক গ্রূপের ওষুধসমূহ বাংলাদেশে সরবরাহ নিশ্চিত করবে।
Discussion about this post