হার্টবিট ডেস্ক
২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল আগামী মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে প্রকাশিত হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। আজ শুক্রবার (১ এপ্রিল) ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ার পর দুপুরে গণমাধ্যমকে এমন তথ্য দেন তিনি।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘সম্ভবত আগামী মঙ্গলবার বিকেলে পরীক্ষার ফল দিতে পারবো। ফল প্রস্তুত করার জন্য আমরা চার দিন সময় নিচ্ছি।’
গত বছর দুই দিনের ব্যবধানে ফল প্রকাশ করা হয়েছিল, বিষয়টি বলা হলে তিনি বলেন, ‘জি, গত বছর দুই দিনে দেওয়া হয়েছিল। কিন্তু এবার রমজান মাস। এ কারণে পূর্ণ গতিতে কাজ করা যাচ্ছে না। ওই বছর দিন-রাত কাজ করেছিলাম, এবার এটা সম্ভব হচ্ছে না। ফলে স্বাভাবিকভাবেই সময় একটু বেশি লাগবে।’
পরীক্ষা কেমন হলো বিষয়ে তিনি বলেন, ‘পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এমন আয়োজনে আমরা সন্তুষ্ট।’
পরীক্ষা নির্বিঘ্ন রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের ব্যাপক সহযোগিতা পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘প্রত্যাশার চেয়েও বেশি সহযোগিতা পেয়েছি। সামগ্রিকভাবেই ভালো পরীক্ষা হয়েছে।’
Discussion about this post