হার্টবিট ডেস্ক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শিগগিরই শুরু হতে যাচ্ছে কিডনি ট্রান্সপ্ল্যান্ট। এ লক্ষ্যে সহস্রাধিক কিডনি ট্রান্সপ্লান্ট করা প্রতিষ্ঠান সেন্টার ফর কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি (সিকেডিইউ) হাসপাতালের সঙ্গে ঢামেকের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ঢামেক হাসপাতালে এ চুক্তি সই হয়।
ঢামেকের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক। আর সিকেডিইউর পক্ষে সই করেন সহস্রাধিক কিডনি প্রতিস্থাপন করে দেশব্যাপী সাড়া ফেলে দেওয়া প্রখ্যাত ইউরোলজিস্ট অধ্যাপক ডা. কামরুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) গণমাধ্যমকে বলেন, ‘কিডনি ট্রান্সপ্ল্যান্টের বিষয়ে সিকেডিইউর সঙ্গে আমাদের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের জন্য পাঠিয়েছি। আমাদের সঙ্গে তাঁদের অভিজ্ঞতা বিনিময় হবে, যেহেতু তাঁরা অনেকগুলো কিডনি ট্রান্সপ্ল্যান্ট করেছেন। আমাদের চিকিৎসক-নার্সদের প্রশিক্ষিত করে তোলা, রোগী বাছাইসহ বিভিন্ন বিষয়ে তাদের অভিজ্ঞতার বিষয়ে অবহিত হওয়া দরকার। দ্রুত ও সফল কিডনি ট্রান্সপ্ল্যান্টের জন্য এগুলো অবশ্যই জরুরি। একই সঙ্গে আস্থা অর্জনেরও একটি বিষয় জড়িত থাকে। এসব বিষযয়ে ধারণা অর্জনের মাধ্যমে আমরা ঢামেকে ট্রান্সপ্ল্যান্ট চালু করতে চাই। তবে এখানে মূলত কামরুল ইসলাম স্যার থেকে অভিজ্ঞতা সঞ্চয়ই আমাদের কাছে মুখ্য বিষয়।’
এ সময় ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটো মিঞা, ইউরোলজি ও নেফ্রলজিসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।
Discussion about this post