হার্টবিট ডেস্ক
৪০তম বিসিএসের স্বাস্থ্য ক্যাডারে প্রথম স্থান অর্জন করেছেন ডা. শাহ মুবদি উন নাফি।
বিষয়টি নিশ্চিত করে শাহ মুবদি ফেসবুক তাঁর টাইম লাইনে লিখেন, ‘আলহামদুলিল্লাহ, ৪০তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছি। স্বাস্থ্য ক্যাডারে প্রথম স্থান অর্জন করেছি।’
বুধবার (৩০ মার্চ) সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই ফল প্রকাশ করেছে।
ফলাফলে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ২১৯ জনকে নিয়োগ সুপারিশ করা হয়। এর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে ১১২ জনকে নেওয়া হবে।
ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করা মুবদি ৪২তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়ে সহকারী সার্জন হিসেবে রংপুরের গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন।
তিনি রাজধানীর সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন।
এই বিসিএসে এক হাজার ৯০৩ ক্যাডার নেওয়া হবে। প্রশাসন ক্যাডারে ২০০, স্বাস্থ্য ক্যাডারে ১১২, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হয়। মোট এক হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হয়। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।
উল্লেখ্য, ২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার জন। তাদের মধ্যে প্রিলিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন।
Discussion about this post