হার্টবিট ডেস্ক
অস্ট্রেলিয়ায় আগামী ৪ এপ্রিল থেকে করোনার চতুর্থ ডোজ টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট। তবে এবার টিকা দেওয়া হবে ৬৫ বছরের বেশি বয়স এমন ব্যক্তিদের। জার্মান ভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে থেকে এ তথ্য জানা যায়।
খবরে বলা হয়েছে, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পর নতুন করে টিকা দেওয়ার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া সরকার। ৬৫ বছরের বেশি বয়স্কদের পাশাপাশি আদিবাসীদের মধ্যে যাদের বয়স ৫০ বছরের বেশি তাদেরও চতুর্থ ডোজ টিকা দেওয়া হবে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং যারা কেয়ার হোমে থাকেন, তাদের ক্ষেত্রেও চতুর্থ টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া প্রশাসন।
গ্রেগ হান্ট বলেন, বুস্টার ডোজ সর্বোচ্চ সুরক্ষা দিতে সক্ষম। দীর্ঘদিন করোনার বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে এটি। এ ছাড়া যারা দেশটিতে নতুন করে প্রবেশ করবেন তাদের জন্য টিকা নেওয়া এবং মাস্ক পরা বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। এ ছাড়া যেসব ব্যক্তি অস্ট্রেলিয়ায় আসছেন, তাদের এখন থেকে করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে না বলে জানান তিনি।
তিনি বলেন, একাধিক সংক্রামক রোগের ক্ষেত্রে গবেষণায় দেখা গেছে ইমিউনোসেনেসেন্স নামে একটি প্রক্রিয়া রয়েছে। ফলে ৫০ বছরের উপরে বয়স হলে রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত কমতে থাকে। কোভিডও একই নিয়ম মেনে চলে। ৫০ বছরের উপরে বয়স এমন সব ব্যক্তির ক্ষেত্রে এই ডোজের প্রস্তাব দিয়েছেন তিনি।
গত কয়েকদিন ধরে অস্ট্রেলিয়ায় দৈনিক করোনা সংক্রমণ ৫০ হাজারেরও বেশি। গত ছয় সপ্তাহ ধরে জার্মানি, ফ্রান্স, সুইডেন এবং ইংল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রবীণ নাগরিক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন ব্যক্তিদের জন্য চতুর্থ টিকার প্রস্তাবনা রেখেছিল। অমিক্রনের নতুন একটি প্রজাতির সংক্রমণ বেড়ে যাওয়ার পর এমন সিদ্ধান্ত নেওয়া শুরু করে দেশটির সরকার। নতুন ধরনের সংক্রমণ ঝুঁকি দ্বিগুণ বলে জানান স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
Discussion about this post