হার্টবিট ডেস্ক
একদিনে এক কোটি ক্যাম্পেইনের ২য় ডোজের কার্যক্রম আগামীকাল ২৮ থেকে ৩০ মার্চ অনুষ্ঠিত হবে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর পরিচালক ও লাইন ডাইরেক্টর (এমএনসিএন্ডএএইচ) এবং কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘উপযুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, স্বাস্থমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ইতোমধ্যেই গত ২৬-২৮ ফেব্রুয়ারি দেশব্যাপী একদিনে এক কোটি ক্যাম্পেইনের ১ম রাউন্ড সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত কার্যক্রমে আপনাদের সার্বিক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।’
এতে আরো বলা হয়েছে ‘আগামী ২৮-৩০ মার্চ ক্যাম্পেইনের ২য় রাউন্ড অনুষ্ঠিত হবে। ২য় রাউন্ড ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়নে নিম্নোক্ত নির্দেশনাসমূহ প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।’
নির্দেশনাসমূহ:
১. আগামী ২৮-৩০ মার্চ ২০২২ খ্রি. সময়কালে সারাদেশে একদিনে এক কোটি ক্যাম্পেইনের ২য় রাউন্ড অনুষ্ঠিত হবে।
২. এই ক্যাম্পেইনে ২৬-২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এক দিনে এক কোটি ক্যাম্পেইনের ১ম রাউন্ডে ১ম ডোজ টিকা গ্রহণকারী সকলকে পূর্বের কেন্দ্র হতে ২য় ডোজ টিকা প্রদান করতে হবে।
৩. প্রয়োজনে ভিড় নিয়ন্ত্রণে কেন্দ্র, বুথ সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে।
৪. ১৮ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর যাদের ২য় ডোজ গ্রহণের পর ৪ মাস অতিবাহিত হয়েছে, তারা এসএমএস না পেলেও কেন্দ্রে আসলে বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে সম্মুখসারীর যোদ্ধা, বয়োজ্যেষ্ঠ্য এবং নারীদের প্রাধান্য দিতে হবে।
৫. প্রাপ্যতা অনুযায়ী অ্যান্ট্রিাজেনেকা, ফাইজার ও মডার্না ভ্যাকসিন বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করতে হবে।
৬. ১২ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর যাদের ১ম ডোজ গ্রহণের পর ২৮ দিন অতিবাহিত হয়েছে তাদেরকে ২য় ডোজ টিকা প্রদান করতে হবে। শুধুমাত্র অ্যাস্ট্রাজেনেকা টিকাপ্রাপ্তদের ক্ষেত্রে ১ম ডোজ গ্রহণের পর ২ মাস অতিবাহিত হলে ২য় ডোজ প্রদান করতে হবে।
৭. উল্লেখ্য যে, ১২ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর যারা এখনও ১ম ডোজ টিকা গ্রহণ করেননি, তাদেরকে এই ক্যাম্পেইন চলাকালে ১ম ডোজ গ্রহণের জন্য আহ্বান
জানাতে হবে।
৮. স্থানীয়ভাবে ব্যাপক প্রচার-প্রচারণার উদ্যোগ নিয়ে ২য় রাউন্ড কার্যক্রমকে সফল করতে হবে।
স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন অংশীজনের সহযোগিতায় আসন্ন এক দিনে এক কোটি ক্যাম্পেইনের ২য় রাউন্ড কার্যক্রম সাফল্যমণ্ডিত করতে তারা বদ্ধপরিকর বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
Discussion about this post