হার্টবিট ডেস্ক
আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সচিব ও বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন সভাপতি অধ্যাপক ডা. বিল্লাল আলম। তিনি সদ্য বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক ডা. আফিকুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।
আজ রোববার (২৭ মার্চ) আনুষ্ঠানিকভাবে নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেন তিনি। এসময় নতুন অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করে নেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল মেডিকেল কলেজ ও আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ।
উপস্থিত ছিলেন আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আশরাফুজ্জামান প্রমুখ।
অধ্যক্ষ হিসেবে যোগদান করায় অধ্যাপক ডা. বিল্লাল আলমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।
এসময় অধ্যক্ষ বিল্লাল আলম বলেন, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করে আমি আনন্দিত। আদ্-দ্বীনের সেবামূলক মানসিকতা দেখেই আমার এখানে যোগ দেওয়া। আদ্-দ্বীনের মূল উদ্দেশ্য সেবা, অর্থ উপার্জন নয়। তাই এই প্রতিষ্ঠানটির সঙ্গে থেকে মানব সেবাই নিজেকে উৎসর্গ করার প্রস্তুতি নিয়েই কাজ শুরু করেছি।
প্রসঙ্গত, অধ্যাপক ডা. বিল্লাল আলম ১৯৮৫ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। বর্তমানে
তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্বরত আছেন। এর আগে ডা. বিল্লাল আলম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ, মেডিসিন বিভাগের প্রধান এবং ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি কোভিড-১৯, ডেঙ্গু, সোইন ফ্লু নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার জাতীয় নির্দেশিকা হিসেবে দায়িত্ব পালন করছেন।জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রফেসর ডা. বিল্লাল আলমের শতাধিত গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
Discussion about this post