হার্টবিট ডেস্ক
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয় জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৪৫ শতাংশ। এ সময় করোনায় কারও মৃত্যু হয়নি।
শনিবার (২৬ মার্চ) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামে ১২টি ল্যাবে ৪১৩টি নমুনা পরীক্ষা করে ছয় জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চার জন নগরীর বাসিন্দা। অপর দুই জনের মধ্যে বোয়ালখালীর একজন ও রাউজান উপজেলার একজন করোনা আক্রান্ত হয়েছেন।
এর আগে শুক্রবার (২৫ মার্চ) চট্টগ্রামে দুই জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৬২২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৮৯ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।
Discussion about this post