হার্টবিট ডেস্ক
রাজধানী ঢাকাসহ সারাদেশের হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা শূন্যের কোটায় নেমে এসেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায়ও কোনো ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়নি।
সোমবার (২১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (এমআইএস) ডা. মুহাম্মদ জাহিদুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ মার্চ পর্যন্ত হাসপাতালে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ১৫৫। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এদের সবাই। ফলে এ মুহূর্তে দেশের কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে একজন ডেঙ্গু রোগীও ভর্তি নেই।
সোমবার (২১ মার্চ) পর্যন্ত হাসপাতালে ভর্তি ১৫৫ জনের মধ্যে রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৪৫ জন ও বেসরকারি হাসপাতালে ৪৫ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৮০ জন ভর্তি ছিলেন।
এদিকে গত বছর অর্থাৎ ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন। এ সময়ে আক্রান্ত রোগীদের মধ্যে মারা যান ১০৫ জন।
Discussion about this post