হার্টবিট ডেস্ক
রাতে শাক খাওয়া নিষিদ্ধ এমন কোনো ব্যাপার নেই। তবে শাকে রয়েছে প্রচুর আয়রন ও ভিটামিন যা অনেকের ক্ষেতে পাকস্থলীর সমস্যার কারণ হতে পারে।শাক তথা আঁশ জাতীয় সকল খাবার রাতের মেন্যুতে না রাখাই উত্তম। তবে খাওয়া যাবে না এমনটি নয়। যাদের গ্যাস্ট্রিক আছে তাদের রাতে শাক না খাওয়াই ভাল।
রাতে সাধারণত শাক খেতে নিষেধ করা হয় কারণ শাকে রয়েছে প্রচুর আয়রন ও ভিটামিন যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী।তবে রাতে শাক খেলে হার্টের ও লিভারের সমস্যা হতে পারে কারন শাকে প্রচুর পরিমাণে আয়রন আছে।
তবে শাক হজম হতে একটু বেশি সময় নেয় তাই রাতে ঘুমানোর দুই থেকে আড়াই ঘণ্টা আগে খাবার খেয়ে হাঁটাচলা করলে শাক বা করলা হজম হতে সমস্যা হয় না। যদি দুপুরের রান্না/ভাজি করা হয় তবে রাতে না খাওয়াই ভালো,রাতেরটা রাতে রান্না করে খাওয়া উত্তম!
রাতে শাক না খাওয়া ই ভালো কারন রাতে আমরা খেয়েই শুয়ে পড়ি যার জন্য এটা হজম হতে টাইম নেয় অনেক সময় বদ হজম ও হয়। তবে খেতে কোন নিষিদ্ধ নেই।খাওয়ার পর না শুয়ে ৫-১০ মিনিট হাটা হাটি করবেন।
Discussion about this post