হার্টবিট ডেস্ক
আজ (২০ মার্চ) ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে বা বিশ্ব মুখগহ্বর স্বাস্থ্য দিবস। দিবসটির এবারের মূল প্রতিপাদ্য—‘Be proud of your mouth’। এর মধ্য দিয়ে জনগণকে মুখের স্বাস্থ্য রক্ষায় আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানানো হয়েছে।
গবেষণা বলছে, মুখের সঠিক যত্ন মুখগহ্বরে সুস্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি শারীরিক সুস্থতায়ও সহায়ক ভূমিকা পালন করে। তাই মুখের যত্নে আর অবহেলা নয়। সাধারণ স্বাস্থ্যের মতই গুরুত্বপূর্ণ মুখগহ্বরের স্বাস্থ্য। মানব দেহে ক্যালরি নামে যে জ্বালানির প্রয়োজন হয়, তা খাবার থেকে হয়। আর মুখের মাধ্যমে সে খাবার দেহে প্রবেশ করে। ফলে মুখের স্বাস্থ্য ঠিক রাখার বিকল্প নেই।
সংশ্লিষ্টরা বলছেন, মুখগহ্বর, দাঁত, মাড়ি সুস্থ থাকলে ব্যক্তিত্বেরও বিকাশ ঘটে। মৌখিক স্বাস্থ্য খারাপ হলে তার থেকে শুধুমাত্র মুখগহ্বরের অসুখই হয় এমন নয়; হৃদযন্ত্রের অসুখ, ডায়াবেটিস মেলিটাস, স্ট্রোক, শ্বাস সংক্রান্ত সমস্যা, কখনও কখনও অন্তঃসত্ত্বা মহিলার নির্দিষ্ট সময়ের আগেই প্রসব হয়ে যেতে পারে।
Discussion about this post