হার্টবিট ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাবির মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী।
গতকাল শুক্রবার (১৮ মার্চ) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি।
ডা. শাহরিয়ার নবী বলেন, ‘এমবিবিএস ফাইনাল প্রফের পরীক্ষা মে মাসে অনুষ্ঠিত হবে। এছাড়া আর কোনো শিডিউল ও সুযোগ নেই। কিছুদিন পরই রোযা শুরু হবে। এরপর একমাস সময় পাবে শিক্ষার্থীরা। আশা করি, যথাসময়ে পরীক্ষা শুরু হবে।’
তিনি আরও বলেন, পরবর্তী পরিস্থিতিতে যদি কোনো ঘটনা ঘটে, তাহলে তারিখ পরিবর্তন হবে। এ ছাড়া মে মাসেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। করোনার মধ্যে পরীক্ষা নিতে নিতে আমাদের সিস্টেম অনেকটা গুছিয়ে নিয়েছি। মেডিকেল শিক্ষা ব্যবস্থায় আমরা অনেক দূর এগিয়ে গেছি।’
Discussion about this post