হার্টবিট ডেস্ক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সাত দিনব্যাপী মেডিকেল ক্যাস্পের উদ্বোধন করা হয়েছে। বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঐতিহাসিক গিমাডাঙ্গা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।
শনিবার হেলথ ক্যাম্প কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ শেখ ফজলুল করিম সেলিম। উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজসহ চিকিৎসক নেতারা উপস্থিত ছিলেন।
কর্মসূচির প্রথম দিনে প্রখ্যাত নিউরোস্পাইন সার্জন বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, অধ্যাপক ডা. এমএ আজিজ, ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সহ-সভাপতি ও বিশিষ্ট নাক, কান, গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নুরুল ফাত্তাহ রুমি, ডা. আব্দুল কুদ্দুস সোহাগ, মাতুয়াইল মা ও শিশু ইনস্টিটিউটের পরিচালক ডা. দিলরুবা আক্তার রোগীদের চিকিৎসা দেন।
এছাড়াও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইসিভিডি) শাখার স্বাচিপ আহ্বায়ক ডা. কাজল কুমার কর্মকার, গোপালগঞ্জ জেলা স্বাচিপের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ডা. শেখ মো. আব্দুল আল মাহমুদসহ ঢাকার বিভিন্ন মেডিকেল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ৩১জন বিশেষজ্ঞ চিকিৎসক নিজ নিজ ক্ষেত্রে চিকিৎসা দেন।
সকাল ১০টায় শুরু হওয়া হেলথ ক্যাম্পের প্রথম দিন ৪৯৩ জন রোগী চিকিৎসক পরামর্শ ও বিনামূল্যে ওষুধ গ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইহতাশামুল হক চৌধুরী দুলাল, স্বাচিপের সহ-সভাপতি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, ডা. আব্দুর রউফ সর্দার, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা. নীহার রঞ্জন, দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক ডা. এহসান উদ্দিন খান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় মিটির সদস্য সহযোগী অধ্যাপক ডা. প্রদীপ কুমার দেবনাথ, অধ্যাপক ডা দিলরুবা আক্তার, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেনসহ বিভিন্ন জেলার স্বাচিপের নেতাকর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন স্বাচিপের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা।
Discussion about this post